মানবচিত্র ডেস্ক : সিলেটে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। দুর্যোগ পীড়িতদের মধ্যে ত্রাণ তৎপরতা এবং আর্থিক সহযোগিতায় নেমে পড়েছে সরকার-প্রশাসন থেকে নানা অঙ্গনের মানুষ। ব্যক্তি-সংগঠনের সেসব উদ্যোগের মতো এগিয়ে এলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলার শাহিদা আক্তার রিপা। সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে তিনি নিলামে তুলছেন সাফে সেরা গোলদাতা হওয়ার ট্রফি।
গতবছর সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে টুর্নামেন্টে সর্বাধিকবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে সেরা গোলদাতার ট্রফি নিজের করে নেন রিপা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেই ট্রফিটাই নিলামে তুলছেন।
বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে রিপা এ ব্যাপারে সাংবাদিকদের সাহায্যও চেয়েছেন।
‘আসসালামুআলাইকুম। আমি শাহেদা আক্তার রিপা, বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে আমি ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি।’
রিপা পোস্টে লিখছেন, ‘আমার ছোট্ট ক্যারিয়ার জীবনে আমার সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হল, ২০২১ সালে শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঐ টুর্নামেন্ট এর আমি সেরা গোলদাতা (৫ গোল) ও সেরা খেলোয়াড় (৩ ম্যাচে) হয়েছিলাম।’
‘উক্ত সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকতে পারবো।’
‘আমার এই ট্রফিটা আমার বাড়িতে শো কেসে রাখা আছে। হয়তো সারাজীবন থাকবে। কিন্তু কোনো মানুষের কাজে আসবে না। এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হল সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাহলে তাহলে আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।’