নওগাঁ জেলা প্রতিনিধি (মোঃ ফরহাদ হোসেন) : নওগাঁর বদলগাছীতে বজ্রপাত মোকাবেলা ও রাস্তার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে উষা সমবায় সমিতির সৌজন্যে তালের বীজ রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩১ শে অক্টোবর ২০২৪ দুপুর ১২:০০ টায় বদলগাছী উপজেলার গোড়শাহী চারমাথা মোড় থেকে জাইজাতা রাস্তার প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকার দুই পাশে সাড়ে চার হাজার তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস,বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ মো.গোলাম কিবরিয়া। সাংবাদিক সংস্থার যুগ্ম সম্পাদক মো. মিঠু হাসান, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো.জিল্লুর রহমান, উষা সমবায় সমিতির পরিচালক মো.সাঈদ আল সাহাফ ও মো.পারভেজ হোসেন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় থানার অফিসার ইনচার্জ মো শাহজাহান আলী এলাকাবাসির এমন উদ্যােগ কে স্বাগত জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। অনাবৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে দেশে প্রতিবছর শত শত লোক মারা যাচ্ছে। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা দুর্যোগ মোকাবেলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং বজ্রপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যে এলাকায় তাল গাছ আছে সে এলাকায় বৃষ্টিপাত হবে। এছাড়া তাল গাছ খরা মোকাবেলা ও বজ্রপাত নিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তালের চারা রোপনের মাধ্যমে এই রাস্তায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। দেশের খরাপ্রবণ এলাকায় অধিক পরিমাণে তালের চারা রোপনের ফলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। এতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়।