সাতক্ষীরা জেলা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাংকণ প্রতিযোগিতা,কেক কাটা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ মার্চ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার আয়োজনে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায়”স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” স্লোগানকে সামনে রেখে স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরা পুলিশ লাইন্সে শিশুদের নিয়ে কেক কাটা ও চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান ও সজীব খান পত্নী পুনাকের সাধারণ সম্পাদিকা শাহনাজ সুলতানা, সাধারণ সম্পাদিকা,পুনাক , মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), রাশিদ হাসান খান চৌধুরী, প্রধান শিক্ষক,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়,
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সিতিমা সুলতানা,কোষাধ্যক্ষ,পুনাক ও সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) এস.এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), অনন্যা ইসলাম প্রমা,সদস্য,পুনাক ও সহধর্মিণী,সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল),সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান,টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী, ডিআই-১ ইয়াছিন আলম চৌধুরী, ডিবির ওসি বাবলু র রহমান সহ জেলা পুলিশ ও পুনাক,সাতক্ষীরার সদস্যগণ,পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।