বিশেষ প্রতিনিধি(মোস্তাফিজুর) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনের সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আধ্যক্ষ আশেক-ই-এলাহি, সিনিয়র সাংবাদিক এড. অরুন ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, এম. কামরুজ্জামান, সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, ফারুক মাহবুবুর রহমান, ইয়ারব হোসেন, সেলিম রেজা মুকুল, আমিনা বিলকিস ময়না, শরিফুল্লাহ কায়সার সুমান, গোলাম সরোয়ার, আবুল কাসেম প্রমুখ।
বক্তারা এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত ও মদদদাতা মৌলবাদী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।