অনলাইন ডেস্ক : দুই সপ্তাহ আগে যে ডাবের দাম ছিল ৭০-৮০ টাকা, তা এখন ১৫০-২০০ টাকা।
বগুড়ায় গরম বাড়ার সঙ্গে ডাবের দামও বেড়েছে; কোথাও দাম উঠেছে ২০০ টাকায়; তেষ্টা মেটাতে বেশি দাম দিয়েই কিনছে মানুষ।
শ্রাবণের মধ্যেও গরম কমছে না দেশে। বগুড়ায় মঙ্গলবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল বলে স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. শাহ আলম জানান। আগের দিনও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এই গরমে শহরের গালাপট্টি, বিআরটিসি মার্কেট এলাকা, কাঁঠালতলায় ডাবের দোকানে ভিড় বাড়ছে।
গালাপট্টির ডাব বিক্রি করতে আসা সাবগ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রহীম জানান, ১৫ দিন আগে ৭০-৮০ টাকায় প্রতিটি ডাব বিক্রি করলেও এখন সেই ডাব ১৫০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি করছেন।
দাম এত বাড়লো কেন এমন প্রশ্নে এই ডাব বিক্রেতা বলেন, “ডাব কম পাওয়া যাচ্ছে, আবার চাহিদাও বেশি।”
মহাস্থান থেকে আসা ডাব ব্যবসায়ী শফিকুলও একই কথা জানান। তিনি ২০০টি ডাব এনেছিলেন, বিক্রি হয়ে গেছে সব।
চেলোপাড়ার পলাশ বলেন, “দাম বেশি হলে কী হবে, বাধ্য হয়েই বড় সাইজের একটি ডাব ২০০ টাকা দিয়ে কিনে খেলাম।”
মালতি নগরে গৃহবধূ শারমিন সুলতানা তার স্কুলপড়ুয়া দুটি সন্তানের জন্য ডাব কিনেছেন। প্রতিটি ডাব ১৫০ টাকায় কেনেন বলে জানান তিনি।