বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি (মিজানুর রহমান মিলন) : বগুড়ার শাজাহানপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গত বুধবার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ ও উপজেলা বিএনপির সহ ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল। রাত আড়াইটার দিকে তাদের কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বৃহষ্পতিবার(২০ জুলাই) দুপুরে বগুড়া সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় চালান করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাধার সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুমের বাড়িতে অভিযান চালানো হয়। তারা বাড়িতে না থাকায় গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটককৃত দুই নেতার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।