বগুড়া জেলা প্রতিনিধি (হুমায়ূন আহমেদ) : বগুড়ার আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬/০২/২০২৩ইং তারিখ বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজ গভর্নিংবডির সভাপতি টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কলেজ গভর্নিংবডির সদস্য আবু রেজা খান, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, রহিম উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।