বগুড়া জেলা প্রতিনিধি (হুমায়ূন আহমেদ) : বগুড়ার আদমদীঘিতে খড় বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পড়ে সড়ক পাশের খাদে। এতে প্রায় ৩৫ যাত্রী আহত হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুর সোয়া ৩টায় উপজেলা সদরের শিবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বিকালে নওগাঁ থেকে খড় বোঝাই ট্রাক বগুড়া অভিমুখে যাচ্ছিল। একই সময় বগুড়া থেকে যাত্রীবাহী বাস নওগাঁ আসছিল। ঘটনাস্থলে এক অপরকে অতিক্রম করার সময় খড়ের ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে পাশে খাদে পড়ে যায়। তবে খড় বোঝাই ট্রাক অক্ষত অবস্থায় গন্তব্য অভিমুখে চলে যায়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলের পাশে অবস্থিত ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা বাস যাত্রীদের উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর হওয়া তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়। এরা হল আদমদীঘির পাহালোয়ান পাড়াগ্রামের দেলোয়ার হোসেন (৫৫), করজবাড়ি গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫), সান্তাহারের শাহিনুর (৩২) এবং নওগাঁর মহাদেবপুরের আশরাফুল ইসলাম (৩৫)। এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত অবশিষ্ট আহতদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ও ভর্তি প্রক্রিয়া চলছিল।