বগুড়া জেলা প্রতিনিধি (হুমায়ূন আহমেদ) : বাংলাদেশে প্রচলিত দু’ ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কওমি মাদ্রাসা একটি। উনিশ শতকে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে বাংলাদেশেও কওমি শিক্ষাব্যবস্থার প্রচলন হয়। দীর্ঘকাল ধরে কওমি মাদ্রাসা সরকারের আর্থিক সহায়তা ছাড়াই সাধারণ জনগণের সহায়তায় পরিচালিত হয়ে আসছিল। সেই থেকে হাফেজ ইব্রাহিম স্বপ্ন দেখতেন একটি মাদ্রাসা করার সকলের দোয়ায় প্রচেষ্টায় আজ এই মাদ্রাসা পরিপূর্ণ সাফল্য অর্জন করতে পেরেছে।
এই মাদ্রাসা উন্নয়ন করতে সকল চেষ্টা প্রচেষ্টা করতেন মুফতি হাফেজ ইব্রাহিম তিলে তিলে ঘরা তার এই মাদ্রাসা। আজ এই মাদ্রাসায় ২৪ তম অভিভাবক সদস্য ও সুধী সম্মেলন সাথে ৩১ জন হাফেজ কে কোরআন কে সম্মানী পাগড়ি প্রদান করা হলো।
এক কথায় মুফতি হাফেজ ইব্রাহিম বলেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনাদের সকলের দোয়ায় সকলের সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও ১৯ শে ফেব্রুয়ারি ২০২৩ রোজ রবিবার ফয়জিয়া হামিয়ুচ্ছুনাহ্ দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় ২৪ তম অভিভাবক সদস্য ও সুধী সম্মেলন আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ আপনারা সকলে আমন্ত্রিত আসবেন এই দোয়াই রইল আপনাদের সকলের প্রতি।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য দিবেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রিদওয়ানুল্লাহ্।
সেখানে মেহমান হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা, তিনি মাদক বাল্যবিবাহ আত্মহত্যা নিয়ে বিভিন্ন প্রকারের কথা আলোচনা করেন, তিনি সকলকে আরো বলেন যে কোন সহযোগিতার জন্য আপনারা আমার থানায় আসবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাফেজ ইব্রাহিম তার কিছু মূল্যবান বক্তব্য দিয়ে ৩১ জন হাফেজ কে পাগড়ি প্রদান করে ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে ও দুপুরের খানাপিনা মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।