আন্তর্জাতিক ডেস্ক : পুরো ইংল্যান্ডকে আবারও লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই কঠোর বিধি-নিষেধ আগামী মার্চ পর্যন্ত চলতে পারে।
সোমবার ব্রিটেনের সময় রাত ৮টায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতির উদ্দেশে জরুরী এক বার্তায় বলেছেন, বর্তমান যে পরিস্থিতি তাতে ব্রিটেনে আবার বিধি-নিষেধ আরোপ করা উচিত।
৮ মিনিটের ভাষণে তিনি বলেন, নাগরিকরা বাসায় থেকে কাজ করবেন। একমাত্র জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারবেন না। প্রয়োজনীয় বাজার করা, যে কাজ বাসা থেকে করা যাবে না সেটা, কোভিড পরীক্ষা মতো জরুরী স্বাস্থ্য সহায়তা, পার্কে ব্যায়াম করা এবং পারিবারিক নির্যাতনের শিকার হলেই বের হওয়ার অনুমতি রয়েছে।
বরিস জনসন বলেন, ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রোগ্রাম চালাচ্ছে দেশটি। শুধু ব্রিটেনে গত ১ মাসে যতো মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে তা পুরো ইউরোপের সব দেশের ভ্যাকসিন দেয়ার চেয়ে বেশী।