সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান আহমেদ) : নেপালে ফুটবল খেলা পরিচালনার জন্য ফিফা কর্তৃক রেফারি শেখ ইকবাল আলম বাবলু কে মনোনীত করা হয়েছে। গত ইং- ১৪ নভেম্বর ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন। ফিফা আয়োজিত নেপাল স্টেডিয়ামে ১৬ নভেম্বর পাকিস্তান ও নেপালের মধ্যে একটি ফ্রেন্ডশিপ ফুটবল খেলা পরিচালনা করবেন। খেলা পরিচালনার জন্য বাংলাদেশ থেকে ৪ সদস্যের দলের সাথে তিনি নেপালে যাচ্ছেন।
ফিফা সহকারি রেফারি শেখ ইকবাল আলম বাবলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে খেলা পরিচালনার জন্য জাপান, ভারত, নেপাল সহ অন্যান্য দেশে গিয়েছিলেন।
এছাড়াও শেখ ইকবাল আলম বাবলু প্রধান শিক্ষক উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, সাধারণ সম্পাদক উপজেলা স্কাউট, সাধারণ সম্পাদক উপজেলা রিপোর্টার্স ক্লাব, সাবেক যুগ্ন সম্পাদক কালিগঞ্জ প্রেসক্লাব সহ বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।