ফরিদপুর মধুখালী প্রতিনিধি (সুজল খাঁন) : ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস দিয়ে অধীর কুমার বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। অধীর রাজবাড়ী জেলার লক্ষীনারায়পুর গ্রামের শ্রী মাখন লাল বিশ্বাসের ছেলে।মৃতর লাশ বর্তমানে মধুখালী থানা হেফাজতে আছে।
জানা গেছে কামারখালী শাখার ব্র্যাক এনজিও, বিসিইউপি প্রকল্পে ম্যানেজার পদে চাকুরীর সুবাদে মছলন্দপুর হিন্দুপাড়া গ্রামের প্রভাষ মিত্রের এর বাড়িতে বেচেলর হিসেবে ভাড়া থাকতেন। তিনি প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নিজ বাড়ি যেতেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) অফিসের কাজ শেষে ভাড়া বাসায় এসে রাত অনুমান ১১ টা পর্যন্ত অফিসের কাজকর্ম করেন। বাড়ির মালিক দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তে বললে তিনি উক্ত সময়ে দরজা বন্ধ করে দেন। পরের দিন ৩১ মার্চ (শুক্রবার) তারিখ সকাল অনুমান ৯টার বাড়ির মালিক অধীর কুমার বিশ্বাসের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে দেখতে পান যে, উক্ত অধীর কুমার বিশ্বাস খাটের উপর প্লাস্টিকের চেয়ারের মাধ্যমে ঘরে থাকা সিলিং ফ্যানের আংটার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
সংবাদ প্রাপ্তির পর মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম সহ জরুরি ডিউটিতে নিয়োজিত অফিসার প্রবীর কুমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন। অফিসিয়াল আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে উক্ত ঘটনা ঘটিতে পারে বলে ধারণা করা হচ্ছে।