অনলাইন ডেস্ক : প্রেমিকার স্বামীর ধাওয়া খেয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্পের সদস্য। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে মদ্যপ অবস্থায় গ্রামবাসী তাকে আটক করে। পরে এলাকাবাসী তাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের ওই সদস্যকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে (কুড়িগ্রাম ২২ বিজিবি) ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট বিওপি’র আওতাধীন আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসসি মোড় নামক স্থান হতে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের একজন বিএসএসফ সদস্য কনস্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনসাধারণ তাকে ধরে সোনাহাট বিওপিতে সংবাদ দেয়। খবর পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিওপি’র টহল সদস্যরা বিএসএসফের ওই সদস্যকে আটক করে। আটকের সময় উক্ত বিএসএসফ সদস্য মদ্যপ অবস্থায় ছিল।
এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকি জানান, বিষয়টি সোনাহাট বিওপি কমান্ডার কর্তৃক ৩১ বিএসএফের অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে জানানো হলে তারা উক্ত আটক বিএসএসফ সদস্যকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ করে। এ প্রেক্ষিতে বিএসএফের ওই সদস্যকে ফেরৎ দেওয়া হয়েছে।
সোনাহাট বিওপি কমান্ডার নায়েব সুবেদার গোলাম রব্বানী ফেরৎদানের বিষয়টি নিশ্চিত করেছে।
আটক বিএসএফ সদস্যের বরাতে বিজিবি জানায়, বিএসএফ সদস্য ভারতের অভ্যন্তরে সীমান্তে বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের পার্শ্ববর্তী গ্রামে বিবাহিত এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওই নারীর স্বামী ও গ্রামবাসী তাকে ধাঁওয়া দিলে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সোনাহাট গ্রামের দিকে চলে আসেন।