অনলাইন ডেস্ক : পোশাককর্মী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানায়, মামলার বাদী একজন পোশাককর্মী। বিবাদী মো. কামরুল হাসানের সঙ্গে ছয় মাস আগে টিকটক আইডির মাধ্যমে তাঁর পরিচয় হয়। বিবাদী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন এবং পরিচয়ের সুবাদে বিবাদীর সঙ্গে তাঁর টিকটক আইডিতে কথাবার্তা ও মোবাইল নম্বর আদান-প্রদান হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ আরও জানায়, প্রেমের সম্পর্কের জেরে বাদীকে বিয়ে করার কথা বলে ফ্রি-পোর্ট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কোতোয়ালি থানাধীন স্টেশন রোডের এশিয়ান এসআর নামের আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন বিবাদী।
বাদীর উল্লিখিত অভিযোগের ভিত্তিতে সিএমপির কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার নগরের বন্দর থানাধীন মধ্যম হালিশহর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।