বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : পোল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়। আওয়ামী পরিবারের নবীণতম সদস্য হওয়ার অপেক্ষায় আছে পোল্যান্ড আওয়ামীলীগ। এ দিনটি পালন উপলক্ষে পোল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্যান্ডে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, এছাড়াও ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মাইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামীলীগের সম্মানীত সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান, সুইডেন আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মনজুরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
পোল্যান্ডে দিনব্যপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটি পালিত হয়। সকালে দূতাবাসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পোল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে পোল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।
তানিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব মুহাম্মদ মনিরুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শেখ এরশাদুর রহমান। পোল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব শরীফ আহমেদ, সিদ্দীকুর রহমান, শেখ তানভীর হোসাইন নান্নু, হামিদুল ইসলাম চোধুরী মুরাদ, গোলাম বায়েজিদ রবিন এবং নয়ন আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধরণ সম্পাদক, সুবক্তা জনাব মাইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান, সুইডেন আওয়ামীলীগের সহ সভাপতি জনাব মনজুরুল হাসান।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে আলোচনা হয়। বক্তারা বলেন বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় বক্তারা ব্যক্ত করেন। এছাড়াও আলোচনা হয় জননেত্রীর হাত শক্তিশালী করতে হলে আওয়ামীলীগের ভেতর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। জননেত্রীর নেয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠছে।
এছাড়া পোল্যান্ডে আওয়ামী পরিবারের শিশুদের অংশগ্রহণে ‘তোমার চোখে বাংলাদেশ’ এই শ্লোগানের উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। দিনটির সর্বশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে বাংলা নাচ ও গানে মেতে উঠেন সবাই। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে এবং চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি শেখ এরশাদুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।