কলারোয়া প্রতিনিধি(এম এ জামান) : পুলিশ সুপারের নির্দেশনায় সাতক্ষীরা জেলায় লকডাউন বাস্তবায়নে চলছে বিভিন্ন কার্যক্রম।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজিব খাঁন, এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শামসুল হক সহ সঙ্গীয় ফোর্স করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৯/০৬/২০২১খ্রিঃ তারিখ সাতক্ষীরা ও কলারোয়া থানার বিভিন্ন বাজারে লকডাউন বাস্তবায়ন এবং চেকপোস্ট পরিদর্শন করেন ও জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় পুলিশের পক্ষ থেকে জনসাধারণের লক্ষ্যে লকডাউন বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাবলী প্রদান করা হয় এবং সকলকে সেগুলে সঠিকভাবে মেনে চলারও আহবান জানানো হয়।