সংবাদ বিজ্ঞপ্তি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ২ দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে।
সরকারি জিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও যাদের নাম রয়েছে তাঁরা হলেন- পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ ও এআইজি মোহাম্মদ মাসুদ আলম।
গত বছরের ১০ ডিসেম্বর র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।
সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। ৩ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা।
জিওতে বলা হয়, সরকারি নিয়ম অনুযায়ী এই সফরের খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন।