1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
December 14, 2024, 11:30 pm
শিরোনাম
সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে মানবন্ধন সাতক্ষীরা ডিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক আটক- ০১   জিডি হলে এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে যেতে হবে: ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি সচেতন নাগরিক কমিটির আয়োজনে তথ্যমেলা-২০২৪ অনুষ্ঠানে সাতক্ষীরার এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম জনগণের প্রত্যাশা পূরণে পুলিশকে আন্তরিকভাবে কাজ করতে হবে: আইজিপি বাহারুল আলম সাতক্ষীরার ব্যুরোচিফ হিসেবে সাংবাদিক শহিদুল আলমকে নিয়োগ দিয়েছে দৈনিক একুশের বাণী পত্রিকা মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেফতার করা হবে না: আইজিপি বাহারুল আলম আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে আ.লীগের সমাবেশ ছাত্রদলের সঙ্গে ২৭ সংগঠনের বৈঠকে দাওয়াত দেওয়া হয়নি শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও নার্সিং কলেজ পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টা আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে পুলিশকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: আইজিপি বাহারুল আলম বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ পুত্র সন্তানের বাবা হলেন টাইগার মোস্তাফিজ ঝালকাঠির রাজাপুরে পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকণ্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরার কলারোয়ায় প্রধান শিক্ষক আনছার আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ সাতক্ষীরার নারীরা কিভাবে স্থানীয় সম্পদ ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে পারে তার প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশ কন‌স্টেবল থেকে এএস‌পি হয়েছেন আব্দুল হাকিম

  • আপডেট সময় Saturday, April 2, 2022

অনলাইন ডেস্ক : মানুষ তার স্বপ্নের সমান বড়। বহুল প্রচলিত এই প্রবাদটিকেই যেন জীবনের ধ্রুবতারা করে নিয়েছিলেন আব্দুল হাকিম। আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে করেছেন আক্লান্ত পরিশ্রম। তার ফলটাও পেয়েছেন হাতেনাতে। পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নরসিংদীর এই যুবক।

বুধবার ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পুলিশ ক্যাডারে (এএসপি) সুপারিশপ্রাপ্ত হয়েছেন আব্দুল হাকিম। সেখানে পুলিশ ক্যাডারে মেধাতালিকায় ৬৭তম হয়েছেন তিনি।

হাকিম নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান। ২০১৩ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন তিনি। কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেওয়া হাকিম বর্তমানে নায়েক হিসেবে বাহিনীতে কর্মরত রয়েছেন।

জানা যায়, ২০১০ সালে সায়দাবাদ উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন হাকিম। কিন্তু এসএসসি পরীক্ষার কয়েকদিন আগেই মারা যান তার বাবা। শোক আর কষ্ট নিয়ে কোনোরকম পরীক্ষার সিটে বসতে হয়েছিল। ফলও তেমন ভাল হয়নি।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
এরপর রায়পুরা কলেজ থেকে ২০১২ সালে সম্পন্ন করেন উচ্চমাধ্যমিক।২০১২-১৩ সেশনে ভর্তি হন নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এর কিছুদিন পর পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার।

২০১৩ সালে পুলিশের যোগদান করার পর প্রথমে গাজীপুরে শিল্প পুলিশে পোস্টিং হয় হাকিমের। কিন্তু ২০১৫ সালে বদলি হয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) আসেন তিনি। পোস্টিং হয় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে। সেখানে থাকা অবস্থাতেই নরসিংদী সরকারি কলেজ থেকে ২০১৬ সালে অনার্স শেষ করেন।

দুই বছরের ব্যবধানে ২০১৮ সালে পাবলিক সার্ভিস কমিশনে আবেদন করেন আব্দুল হাকিম। সেবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মনোবল আরও অনেক বেড়ে যায়। প্রিলিমিনারিতে কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। শেষ পর্যন্ত চলতি বছরের ৩০ মার্চ ৪০তম বিসিএসের ফলাফলে পুলিশ ক্যাডারের মেধাতালিকায় ৬৭তম হিসেবে জায়গা করে নেন এই যুবক।

এমন অভাবনীয় সাফল্য পাওয়া হাকিম জানান, ডিএমপিতে প্রচুর কাজের চাপ ছিল। সারাদিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম। যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে, তখন ভালো মানের একটা চাকরির চিন্তা শুরু হয়। এই চিন্তা থেকেই চাকরির পাশাপাশি পড়াশোনা করতে থাকি।

তিনি বলেন, ডিউটির পাশাপাশি ১৩ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা শুরু করলাম। রাত ২টা পর্যন্ত পড়তাম। আবার সকাল ৭টায় যখন রোলকল হতো, তখন আমার ঘুমে ঢুলুঢুলু অবস্থা। মাঝে মাঝে রোলকলের দায়িত্বে থাকা এএসআই বকতেন।

সুযোগ পেলেই ব্যারাকে বইপত্র নিয়ে বসে পড়তেন জানিয়ে হাকিম বলেন, প্রটেকশন ব্যাটালিয়নে থাকার কারণে পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছি। লিখিত পরীক্ষার আগ পর্যন্ত প্রটেকশন ব্যাটালিয়নেই থাকলাম। ২০১৯ সালের ডিসেম্বরে পোস্টিং হয়ে গেল গুলশানে ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনে।

ওই বছরের শুরুতেই মাকে হারান হাকিম। এরপরও পড়াশোনার গতি থামেনি। হাকিম বলেন, গুলশানে পোস্টিং থাকা অবস্থাতেই ভাইভা দেই। গত বছরের ২৩ মার্চ আমার ভাইভা হল। আর ৩০ মার্চ থেকে করোনার কারণে ভাইভা পরীক্ষা স্থগিত করলো পিএসসি। একবারে পরীক্ষা দিতে না পারলে আমার জন্য খুবই সমস্যায় পড়তে হতো। ভাগ্য ভালো যে আগেই পরীক্ষাটা দিতে পেরেছিলাম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews