যশোর জেলা প্রতিনিধি (ইমাদুল ইসলাম) : গতকাল বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৮ ঘটিকার সময় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিংগা শোলপুর টু নোয়াপাড়া রোডে অবৈধ নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হযরত মিনা (১৮) নিহত।
স্থানীয়সূত্রে যানাযায় চাকই মোল্লার হাটের দিক থেকে আসা মোটরসাইকেল কে অপরদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা অবৈধ নসিমন সরাসরি ধাক্কা দেয় এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
নিহত হযরত মিনা(১৮) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ফারুক মিনার ছেলে।
এ বিষয়ে মির্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ রেজাউল করিমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সহ আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং নসিমন ও মোটরসাইকেল আটক করে ক্যাম্পে নিয়ে আসি,তবে নসিমন ড্রাইভার কে পাওয়া যায়নি, আমি পৌছানোর আগে পালিয়ে গেছে।