মানবচিত্র ডেস্ক : নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।
সোমবার সকালে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিন মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এই প্রতিনিধিদলের। এ ছাড়া মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বসবে তারা।
দুই সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। গত শনিবার থেকে রোববার ভোরের মধ্যে আলাদাভাবে ঢাকায় আসে দলটি। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে।
কূটনৈতিক সূত্র জানায়, ইইউ মিশনটি ঢাকায় ইইউ দূত, কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের কাছে জানতে চেয়েছিল বর্তমানে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে কীভাবে দেখছেন।
আগামী ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে ইইউ প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি, নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। তারা সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলো মূল্যায়ন করবে।
এর আগে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে ইইউ সিদ্ধান্ত নেবে আগামী জাতীয় নির্বাচনে এ জোট পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কি না।