পটুয়াখালী জেলা প্রতিনিধি (শ্রী মিশুক চন্দ্র) : পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোট চত্রা গ্রামে নৌকার প্রার্থীকে বিজয় করতে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নৌকা মার্কা প্রতিকের প্রার্থীকে বিজয় করতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়াতে ১টি পৌরসভার , ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছোট চত্রা ৩ নং ওয়ার্ড বাংলাবাজার মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, স্মার্ট দশমিনা-গলাচিপা গড়ার প্রত্যাশা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নির্বাচনী এলাকা- ১১৩, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের আ’লীগের মনোনীত প্রার্থী এস এম শাহজাদা। এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উলানিয়া বন্দর কমিটির মো: জামাল চৌধুরী, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা আ’লীগের সহ-সভাপতি, গলাচিপা পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এর সাবেক সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে নৌকার প্রর্থীকে বিজয়ী করতে প্রয়োজন সম্মিলিত ঐক্যের। ওয়ার্ড ভিত্তিক আমাদের ভোটার সমর্থকদের একত্রিত করে সাধারণ ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের চলমান উন্নয়ন ও শান্তির বাণী পৌঁছাতে হবে।
প্রতিটি পাড়া-মহল্লায় শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আপনার এলাকার সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করবেন এবং তাদের নিরাপত্তার সাথে ভোটদানের ব্যবস্থা করবেন।