পটুয়াখালী জেলা প্রতিনিধি (শ্রী : মিশুক চন্দ্র ভুঁইয়া) : পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানাধীন চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর ত্রিবার্ষিক সম্মেলন – ২০২২ অনুষ্ঠিত। সোমবার (২৮ নভেম্বর) চিকনিকান্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলা ১১টায় জাতীয় পতাকা ও দলিও পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে ত্রিবার্ষিক সম্মেলন প্রথম অধিবেশন শুরু হয়।
এসময় সভায় সভাপতিত্বে করেন জনাব জসিম উদ্দিন বাবুল। প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।
অনুষ্ঠান উদ্বোধন করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মু. সাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ,জনাব সাজ্জাদ হোসেন রিয়াদ কৃষি বিষয়ক সম্পাদক, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ। আজিজুল ইসলাম বাবুল সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ এর সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক সন্তোষ দে।