1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
October 6, 2024, 7:48 am
শিরোনাম
সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক- ১ সাতক্ষীরা সদর ও তালা থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল: ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অলসতা করবো শেষ, বেকার মুক্ত বাংলাদশ: স্লোগানে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ডুয়েটে আইপিই বিভাগের অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক- ২

নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া গ্রামের রাজু শেখ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় Thursday, July 14, 2022

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া গ্রামের রাজু শেখ হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ইমদাদুল ইসলাম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া দাউদ শেখের তিন ছেলে শামীম শেখ, দুলু মিয়া শেখ, মোসলেম শেখের ছেলে দাউদ শেখ, মৃত কোবাদ শেখের ছেলে কোটি শেখ, মৃত ইনজাহের শেখ ছেলে নাসিম শেখ, মৃত আদি শেখর সিকান্দার শেখ।

রায় ঘোষণার সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত থাকলেও আসামি শামীম শেখ ও দুল মিয়া শেখ পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের এপ্রিল মাসের ৩০ তারিখ বিকেল ৫টায় নড়াগাতি থানার কলাবাড়িয়া চর কাদিপাড়ায় রাজু শেখ ঢাকা থেকে এসে চাচা ও তার বাবার সঙ্গে দেখা করে ফিরে যাচ্ছিল। পথে কলাবাড়িয়া হাটের কেরামতের দোকানের কাছে পৌঁছালে আসামিরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে ভর্তি করে। ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় রাজুর ভাই রফিক শেখ বাদী হয় মোট আট জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সাক্ষীদের সাক্ষ্য শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলী এ রায় দেন। আদেশ দেওয়া সময় মামলার পাঁচ আসামি উপস্থিত ছিলেন। বাকি দুইজন শামীম শেখ ও দুল শেখ পলাতক রয়েছেন। এছাড়া মামলা চলাকালীন সময় ১ নম্বর আসামি মোসলেম শেখ মারা যাওয়ায় তাকে অব্যাহতি দিয়েছে আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews