আন্তর্জাতিক ডেস্ক : নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাবেক মাওবাদী গেরিলা নেতা পুষ্প কমল দহাল প্রচণ্ড প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) হিমালয়ের এই দেশটির রাষ্ট্রপতি ভবন বা শীতল নিবাসে তার শপথানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় নেপালের প্রেসিডেন্ট, দেশের প্রথম নারী সাংবিধানিক প্রধান, বিদ্যা দেবী ভান্ডারি শপথবাক্য পড়িয়েছেন।
এরপর থেকে তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো নেপালি কমিউনিস্টদের প্রধান প্রচণ্ডের। তিনি কয়েকটি মন্ত্রণালয়সহ তার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
আনুষ্ঠানিক জাতীয় পোশাকে নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান উপস্থিত হয়েছিলেন। এরপর দেশের উপ-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ করিয়েছেন প্রেসিডেন্ট।
১৯৮১ সাল থেকে কমিউনিস্ট আন্দোলন করা পুষ্প কমল দহালের মন্ত্রীসভায় তিনজন উপ-প্রধানমন্ত্রী রয়েছেন। তাদের মাওবাদী ও লেনিনবাদীদের ঐক্যজোট (সিপিএন-ইউএমএল) দেশের দ্বিতীয় বড় দল। প্রচণ্ডের এই দলের বিষনু প্রসাদ পাওদেল হয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী।
মাওয়িস্ট সেন্টারের নারায়ণকাজী শ্রেষ্ঠা আছেন উপ-প্রধানমন্ত্রী এবং অবকাঠামো বিষয়ক মন্ত্রী। ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট পার্টির চেয়ারম্যান রবি লামিচানে আছেন উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রচণ্ডের মন্ত্রীসভায় জয়লক্ষ্মী শাহ, দামোদর ভান্ডারি, রাজেন্দ্র রায় ও আবদুল্লাহ খান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাদের প্রধানমন্ত্রী মন্ত্রীসভা বণ্টন করে দেবেন।
এই শপথানুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাও উপস্থিত ছিলেন।