নেত্রকোনা জেলা প্রতিনিধি(রফিকুল ইসলাম) :
নেত্রকোনার মদনে ইং- ৩০/০৫/২১ তারিখ রোজ রবিবার আনুমানিক সময় দুপুর ১টায় একজন ব্যক্তি গরু নিয়ে খাগুরিয়া রাস্তা হয়ে বাড়রী বাজারে আসলে স্থানীয় কামরুল, কাইয়ুম, আবু খাঁ, বলে গরু কোথায় থেকে আনছ কত টাকা দিয়ে আনছ, তার পর সঠিক উত্তর দিতে না পারায় তাদের সন্দেহ হয়, এর পর গরু রেখে দৌড় দিলে জনতার হাতে তিনি আটক হয়।
চোরের ভাষ্য মতে তার নাম পলাশ (১৮), পিতা মিলন মিয়া কাউরাট (পাছপাড়া)গরুটি ইডাছকি রোকন মেম্বারের পুকুর পার থেকে জাওলা বাজারে নিয়ে যাবে তার পর জাওলা বাজার না থাকায় কেন্দুয়া যাওয়ার পথে বাড়রী বাজারে জনতার হাতে আটক হয়।
তারপর জনতার মাধ্যমে মদন থানার ওসি ফেরদৌস আলমকে কল দিলে পুলিশ পাঠিয়ে চোর সহ গরুটিকে থানায় নেওয়ার প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করা হয়।