নেত্রকোনা জেলা প্রতিনিধি (রফিকুল ইসলাম) : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সিমান্ত কালাপানি নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ ৯১ হাজার টাকা।
গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লে: কর্ণেল এ এস এম জাকারিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা বিওপির সুবেদার মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের ১টি টিম সীমান্তে অভিযান পরিচালনা করেন।
এসময় গোপান সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সীমান্ত পিলার ১১৭০/৬ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাপানি নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় এই কসমেটিক জব্দ করা হয়।
জব্দকৃত কসমেটিক জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হবে বলেও জানানো হয়।