সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : নিয়ম বহির্ভূত ভাবে সাতক্ষীরা পৌরসভার গাড়ি ব্যবহার করে খুলনার যুবদলের রাষ্ট্র বিরোধী গোপন বৈঠক করেছে পৌর কাউন্সিল শফিকুল ইসলাম বাবু। খুলনার খবর নামে একটি ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোষ্ট ভাইরাল হয়েছে। নিয়ম বহির্ভূত ভাবে সরকারি গাড়ি ব্যবহার করায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এদিকে ফেসবুক পোস্টের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত খুলনার হোটেল মিলেনিয়াম এর একটি কক্ষে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তারা বৈঠক করেন সাতক্ষীরা জেলা যুব দলের সভাপতি আবু জায়েদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর কাউন্সিল ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু।
সূত্রে জানা গেছে, বৈঠকে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে যা যা করনীয় সে বিষয়ে নিদর্শনা দেন যুব দলের কেন্দ্রীয় নেতারা।
সাতক্ষীরা পৌর সভার গাড়ি চালক শহিদুল জানান , গত শুক্রবারে কাউন্সিলর শফিকুল ইসলাম বাবু মহোদয় আমাকে নিয়ে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত হোটেল মিলেনিয়ামে একটি মিটিংয়ে যায়। সাথে জেলা যুব দলের সভাপতি আবু জায়েদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল সাহেব ছিলেন । তারা কয়েক ঘন্টা মিটিং করে সাতক্ষীরায় চলে আসেন।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, একজন কাউন্সিলরে পৌরসভার গাড়ি ব্যবহার করার কোন সুযোগ নাই। মন্ত্রণালয় এ ধরনের কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
বিষয়টি অস্বীকার করে পৌর কাউন্সিল ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু বলেন আমি দলীয় সকল কার্যক্রমে থাকি। গত শুক্রবার খুলনার হোটেল মিলেনিয়ামে দলীয় মিটিংয়ে গিয়েছিলাম। তবে পৌরসভার গাড়ী ব্যবহার করে খুলনায় যায়নি।
এদিকে কাউন্সিল বাবুর বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের বরাদ্দকৃত অর্থ কাজ না করে আত্মসাৎ ও ভূয়া বিল বিল ভাউচার এর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলমান রয়েছে।
স্থানীয় সরকার খুলনা পরিচালক শহিদুল ইসলাম জানান একজন কাউন্সিলরের গাড়ি ব্যবহার করার কোন সুযোগ নাই। আমি অবগত হলাম মাত্র। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ সবুর হোসেন জানান, কাউন্সিলর গণের গাড়ি ব্যবহার করার কোন সুযোগ নেই। আর দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ তো প্রশ্নই আসে না। তাছাড়া এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।