1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
October 6, 2024, 6:57 am
শিরোনাম
সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক আটক- ১ সাতক্ষীরা সদর ও তালা থানাধীন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিবি কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর ও ভাতের হোটেল: ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক অলসতা করবো শেষ, বেকার মুক্ত বাংলাদশ: স্লোগানে আত্মপ্রকাশ করলো মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ডুয়েটে আইপিই বিভাগের অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক- ২

নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় Saturday, June 11, 2022

সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আজহারুল ইসলাম) : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ, তেল ও আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ. ন. ম খলিলুর রহমান ওরফে ভিপি ইব্রাহিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য শেরআলী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকি, সদর থানা বিএনপির আহবায়ক এড.. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, আশাশুনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দল আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদল সভাপতি শেখ শরিফুজ্জামান সজল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর সামান্য উপার্জনে তাদের পক্ষে সংসার পরিচালনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অবিলম্বে তারা তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দারিদ্র জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews