ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকার তীরনই নদীতে লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। জানা যায় নিহতরা হলেন, কাশিপুর এলাকার আব্দুর রহিমের স্ত্রী নাসিমা (৩২), ছেলে শাওন (৮) ও সাফাত (৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ তিনটি হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। অনেকের ধারণ এটি হত্যা কান্ড, আবার কেউ কেউ বলেছেন পরিবারের সাথে অভিমান করে তারা হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, মঙ্গলবার মহিলা তার স্বামীর সাথে রাগারাগী করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের লোকেরা আজ সকালে থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের লাশ তীরনই নদীতে পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।