জাতীয় ডেস্ক : আড়াইহাজারের পর নারায়ণগঞ্জের মদনপুরের কেওডালা এলাকায় ঘিরে রাখা টিনশেড বাড়িতে অভিযান শুরু করেছে সোয়াত টিমের সদস্যরা।
রোববার রাত দুইটার দিকে টিমের সদস্যরা ওই বাড়িতে প্রবেশ করেন। বাড়িটি মূল সড়ক থেকে ৩০০ গজ ভেতরে।
এর পর পরই ওই বাড়িতে ঢোকেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শেষ হতে না হতেই এই বাড়ি ঘেরাও করার কথা জানানো হয়।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘মদনপুর থেকে একজনকে গ্রেপ্তার করে সেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। তার নাম এখন বলা যাবে না।’
হুমকি পাওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ‘আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে হুমকি দেয়া হয়েছে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা সাবধানে কাভার করবেন।’
সিটিটিসি প্রধান বলেন, ‘তারা সেকেন্ড অ্যাটাকের পরিকল্পনা করেছে। আমরা সবাই সতর্ক থাকব।’
আড়াইহাজারের পাঁচবাড়িয়ায় ‘জঙ্গি আস্তানা’ থেকে ‘বিপুল পরিমাণ’ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ওই বাড়ির ভেতরে তিনটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এ সময় কেউ আটক হয়নি।
সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর রোববার রাত ১১টার দিকে নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের পাশের সাদা রঙের বাড়িতে ঢোকে টিমের সদস্যরা। এর পর পরই বাড়ির ভেতর থেকে তিনটি বিকট শব্দ ভেসে আসে।
ঘিরে রাখার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান বলেন, ‘বাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে আমাদের বোম্ব ডিসপোজাল টিম তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে। তারা অনেক শক্তিশালী বোমা তৈরি করেছে।’
একতলা ওই বাড়িতে নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন থাকতেন। তাকে ঢাকা থেকে গ্রেপ্তারের কথা জানান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘এর আগে মামুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পুলিশ বক্সের সামনে একটা শক্তিশালী আইইডি বিস্ফোরণের চেষ্টা করেছিল। দীর্ঘদিন পর আজ যাত্রাবাড়ী এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করি। তার সাথে যে মোটরসাইকেলটি পেয়েছি সেই বাইক দিয়ে বোমা পরিবহন করেছিল।’