অনলাইন ডেস্ক : নতুন মহাপরিচালক পেল প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তর (ডিজিএফআই)। মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (৪ জুলাই) এই পদোন্নতি ও বদলির আদেশ জারি হয়েছে বলে একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
আগের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমের পদোন্নতির কারণে মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী তার স্থলাভিষিক্ত হলেন। মেজর জেনারেল মো. সাইফুল আলমকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।