নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আমবাগান থেকে আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । আজ সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাট চৌজা রাস্তার হাতিবান্ধা গাছের পূর্বদিকে চৌজা জাংগাল ফজলুর রহমানের আমবাগান থেকে মরদেহ টি উদ্ধার করা হয় । নিহত আনারুল ইসলাম তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের আমজাদ শেখ এর ছেলে । সে সাবাই বাজারে কানাই টি স্টলে কাজ করতেন
পারিবারিক সূত্রে জানা যায় , সকালে সাবাই হাট বাজারে কানাই টি স্টলে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় পরে রাতে বাড়িতে না ফেরায় তার পরিবার থেকে তার ফোনে ফোন দেওয়া হয় ফোন রিসিভ না করায় তারা ভেবে নেই যে পাশের গ্রামে কাঞ্চনপুরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর হচ্ছে সেখানে গেছে তাই তারা আর খোঁজাখুঁজি না করে ঘুমিয়ে পড়ে । আজ সকালে এলাকাবাসী তার মরদেহ ফজলুর রহমানের আমবাগানে দেখতে পাই ।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান সে প্রায় মাদক সেবন করতো হয়তো গতকাল সে অতিরিক্ত মাদক সেবন করাই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন অনেকে
সাবাই বাজার কানাই টি স্টলের মালিক কানাই লাল বলেন , মাঝে মাঝেই প্রস্রাব করার কথা বলে দোকান থেকে বের হয়ে যায় সারাদিন আর দোকানে ফিরে আসতো না পরেরদিন আবার পুনরায় দোকানে আসত । গতকাল ও একই কথা বলে সকাল সাড়ে ৯ টার দিকে প্রস্রাব করতে যাবে বলে দোকান থেকে বের হয়ে যায় সারাদিন আর আমার দোকানে সে ফিরে আসেনি আজ সকালে লোকজনের মুখে শুনতে পাই যে তার মরদেহ আমবাগানে পড়ে রয়েছে ।
এ ঘটনা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।