1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
September 8, 2024, 5:01 am
শিরোনাম
সাতক্ষীরার এসপি মতিউর রহমান সিদ্দিকী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক কেজি আইস জব্দ করেছে বিজিবির সদস্যরা গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে রবিবারের মধ্যে কমিটি গঠনের ঘোষণা সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাতক্ষীরায় আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোসহ বিভ্রান্ত করার অভিযোগ ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং রাজধানীর মিরপুরে যুবদলের পরিচয়ে দোকান দখলে গিয়ে শ্রমিক লীগ সদস্য আটক যশোরের কেশবপুরে শহীদ তৌহিদের আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে ইউএনও মাহবুব হাসানের নেতৃত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘উইমেন ইন টেক’ এর ৩ বিজয়ী রওনা দিয়েছে চীনের উদ্দেশ্যে

নওগাঁর বদলগাছী থানা পুলিশকে ফাঁসাতে মিথ্যা ঘটনা সাজিয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় Monday, April 3, 2023

নওগাঁ জেলা প্রতিনিধি (মো: ফরহাদ হোসেন) : নওগাঁর বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআতিয়ার রহমান, এস আই মোঃ আশরাফুল আলম, এএসআই মোঃজালাল উদ্দীনগণের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো নির্যাতনের ঘটনা সাজিয়ে নওগাঁ পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল এবং নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন এক ভুক্ত ভুগি।

অভিযোগ সূত্রে জানা গেছে, নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেকড়া গ্রামের মোঃরফিকুল ইসলামের স্ত্রী মোসাঃ সাবিনা ইয়াসমিন(কালমা) ২১/৩/২০২৩ তারিখ তার বসতবাড়ীর সীমানা জটিলতা এবং ইটের ওয়াল প্লাস্টার করতে না দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দা মোঃ ছাত্তার হোসেনের ছেলে সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তদন্তের নিমিত্তে ইং ২৭/৩/২০২৩ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকায় অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, এসআই আশরাফুল আলম ও এএসআই জালাল উদ্দীনগণ তদন্তে এসে বিবাদী সালামকে চেয়ারম্যানের নির্দেশে এসআই মোঃআশরাফুল আলম বিবাদীকে টেনে হিচঁড়ে ওসি মোঃআতিয়ার রহমানের কাছে নিয়ে আসলে ওসি সাহেব বিবাদী সালামকে চড়থাপ্পড় মারে এবং এ এস আই মোঃ জালাল উদ্দীন বুটের পায়ে বিবাদীকে এলোপাতি লাথি মারার অভিযোগ উঠেছে ।

গত ৩১/৩/২৩ ইং তারিখ শুক্রবার নওগাঁ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, এসআই মোঃ আশরাফুল আলম ও এএসআই মোঃ জালাল উদ্দীনগণ প্রতিপক্ষের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী সালাম হোসেন।

স্থানীয় লোকদের সাথে আলাপকালে জানাযায় যে, সাংবাদিক সম্মেলনে সালামের লিখিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের কোন ঘটনা ঘটলে আমরা স্থানীয় পর্যায়ে জানতাম ও শুনতাম। সাংবাদিক সম্মেলনের বক্তব্যের বিরুদ্ধে স্থানীয় লোকজন ও ঘটনার কিছু স্বাক্ষী বলেন,সালাম হোসেন আমাদের কাছে স্বাক্ষর চেয়েছে অনেকেই স্বাক্ষর করেছে দেখে আমরা স্বাক্ষর দিয়েছি।থানা পুলিশ সালামকে চড়থাপ্পড় ও লাথি মারেনি এবং কোন খারপ আচরন করেনি বরং সালাম হোসেনই পুলিশের সাথে খারাপ আচরন করে তখন ওসি সাহেব সালামকে গাড়ীতে তোলার কথা বলেছে।

বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃমেছের আলী বলেন,ঘটনা স্থলে আমি ছিলাম না।আমি কোন ঘটনা দেখিনি।আমাদের নেতা কর্মীরা আবেদন পত্র আমার কাছে নিয়ে আসলে আমি দোষীদের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেছি।

ভক্ত ভুগি সালাম হোসেন বলেন,সাবিনা ইয়াসমিন নামে আমার প্রতিবেশীর সাথে বাড়ী ভিটার সীমানার দন্দ নিয়ে থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনার দিন আমার বাড়ীতে এসে আমার সাথে খারাপ আচরন করে এবং আমাকে চড়থাপ্পড়, লাথি মারে।

বালুভরা ইউপি চেয়ারম্যান মোঃ এমরান হোসেন বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম সালামকে থানা পুলিশ কেউ মারেনি বরং সালামের আচরণ ছিল খুবই খারাপ।থানা পুলিশ তাকে ভালো ভাবে বুঝানোর চেষ্টা করেছে।তিনি আরও বলেন আমাদের থানার অফিসার্স ইনচার্জ অত্যন্ত সৎ ও যোগ্য, চৌকস পুলিশ অফিসার। আমরা তার থেকে সব সময় আইনগত সেবা পেয়ে থাকি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআতিয়ার রহমানের কাছে গত (৩১ শে মার্চ) শুক্রবার সাংবাদিক সম্মেলনে সালামের লিখিত বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, একটি কুচক্রী মহল আমাকে ও আমার পুলিশ বাহিনীর সন্মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে ও আমার থানার কর্মরত এসআই মোঃ আশরাফুল আলম,এএসআই মোঃজালাল উদ্দীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে যা ভ মিথ্যা ও ভিত্তিহীন।

নওগাঁ পুলিশ সুপার মোঃ রাশিদুল ইসলাম বলেন,এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 ManobChitra
Theme Customized By BreakingNews