নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২:৩০ ঘটিকার সময় উপজেলার বদলগাছী-মাতাজীহাট রোডে চাকরাইল নামক স্থানে (আল মামুন ফিড মিল হতে অনুমান ২শ গজ পূর্বে) বদলগাছীর দিক হতে মাতাজীহাটগামী অজ্ঞাতনামা একটি ট্রাক অজ্ঞাতনামা এক পথচারীকে চাপা দিলে পথচারী ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। তার পরিচয় পাওয় যায় নি। মৃতের গায়ে কোনও পোশাক ছিল না শুধু লুঙ্গি পরা ছিল। মৃতের শারীরিক গঠন অনুযায়ী তার বয়স ৫৫ বছর এবং পোশাক-পরিচ্ছদ দেখে সে একজন মানসিক রোগাগ্রস্থ ব্যক্তি বা ভিক্ষুক বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির নাম ঠিকানা ও পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। দুর্ঘটনাকারী গাড়িটি পাওয়া যায়নি। এ ব্যাপারে সড়ক পরিবহণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।