নওগাঁ জেলা প্রতিনিধি (মোঃ ফরহাদ হোসেন) : মেধার লালন, মূল্যায়ন ও সংবর্ধনা প্রদান করা হলে মেধাবীদের মাঝে আরও উৎসাহ -উদ্দীপনা বৃদ্ধি পায়। এ লক্ষ্যে ২০১০ সালে নওগাঁর বদলগাছি উপজেলার বিলাশ বাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ হাটে কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে গঠন করা হয় ” দ্বীপগঞ্জ ছাত্র কল্যাণ সংস্থা”। বিলাশ বাড়ী ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদন্দিতা মূলক শিক্ষা, পড়া-লেখায় এগিয়ে নেওয়া ও গরীব-মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করাই এই সংস্থার মূল লক্ষ্য। এর ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদ-উল-আযহার ২য় দিন ৩০শে জুন (শুক্রবার) বিকেল চার ঘটিকায় “দ্বীপগঞ্জ ছাত্র কল্যাণ সংস্থার” আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রীরামপুর, বিলাশবাড়ী, মল্লিকপুর, বেগুন জোয়ার ও শিবপুরসহ মোট পাঁচটি বিদ্যালয় থেকে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ ও ট্যালেন্টপুলে ১৮জন ও এস এস সিতে জিপিএ ৫ প্রাপ্ত ৪৬ জন মোট ৬৪ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। মোঃ গাজী রহমান এর সভাপতিত্বে ৬নং বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান (কেটু) প্রধান অতিথি, বিশেষ অতিথি শিবপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুল হকসহ সংস্থার সকল সদস্যরা উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।