নওগাঁ জেলা প্রতিনিধি (মো: ফরহাদ হোসেন) : নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার মাদ্রাসা পাড়া এলাকার সিদ্দিকয়া মাদ্রাসার গেট সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচ তালায় খোলা মেলা পানির হাউজে পরে ইফাজ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
ওই শিশু উপজেলার পাটিআমলাই গ্রামের মেহেদী হাসানের ছেলে। মেহদী হাসান এই এলাকায় ৪ বছর যাবত ভাড়া বাসায় বসবাস করে আসছেন
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায়
ইফাজ তার বন্ধুর সাথে খেলা করছিল তাদের ভাড়া বাসার একটু অদূরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচ তলায় লিফ্ট সেটিংয়ের জন্য একটি নিচু গর্ত আছে সেটা পানি ভর্তি ছিল সেই পানিতে পা ধুতে গিয়ে হাউজে পরে যায় ইফাজ আর উঠতে পারে না, এর পর ইফাজেরর বন্ধু তার মা কে ডেকে নিয়ে আসে ইফাজের বন্ধুর মা এসে সেই বাসায় কর্মরত মিস্ত্রি ও কেয়ারটেকার কে বললে তারা এগিয়ে আসে নি পরে সেই নারী ইফাজের বাবা কে ডেকে নিয়ে আসেন ততক্ষণে ছোট ইফাজের দেহ থেকে প্রাণ চলে যায়। তার বাবা এসে ইফাজের নিথর দেহ খানা পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় প্রতিবেশীরা বলেন ওই বাসা মালিকে আমরা একাধিকবার বলেছি চারপাশ ঘেড়াও করে কাজ করতে আমাদের ছোট ছোট বাচ্চারা এদিকে খেলাধুলা করে কিন্তু শোনেনি এই শিশু মৃত্যুর জন্য ওই বাসা মালিক দায়ী আমরা এর সঠিক বিচার চাই।
পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করে বলেন তাকে পৌরসভা থেকে আগেই বলা হয়েছিল নিয়ম মেনে চারিদিকে ঘেরাও করে বহুতল ভবন নির্মাণ করতে সেটা সে শুনেনি।