নওগাঁ জেলা প্রতিনিধি (এমরান মাহমুদ প্রত্যয়) : নওগাঁর আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ নভেম্বর)সকাল ১১ টায় নওদুলী বাজার প্রাঙ্গণে মনিয়ারী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো.রুবেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন,উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি শেখ হাফিজুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর)আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।বিশেষ অতিথি আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,বিশেষ অতিথি নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়। প্রধান বক্তা আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাফিউল ইসলাম ।
বিশেষ অতিথি সিনিয়র সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগ, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান, মো.এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, মো. আক্কাছ আলী,যুগ্ন সাধারন সম্পাদক আফসার আলী, আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান শোভন। মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো.মোসলেম আলী, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুর রহিম(লিপটন)আত্রাই উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য কমিটির সভাপতি মো.আব্দুর রহিম(লিপটন)সাধারণ সম্পাদক মো.হাসান ব্যাপারী, সোহাগ হোসেনকে রেখে আংশিক কমিটি ঘোষনা করা হয়।