নওগাঁ জেলা প্রতিনিধি (এমরান মাহমুদ প্রত্যয়) : নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হওয়ায় আতঙ্কে রয়েছে গ্রাহকেরা।
আভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন আত্রাই উপজেলার মনোয়ারী ইউনিয়নের হিঙ্গলকান্দি গ্রাম থেকে বরেন্দ্র ডিপ টিউবওয়েলের পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমার চুরি হয়।
এ অবস্থায় এস এম নাফিউল হক (৩০ অক্টোবর) থানায় গিয়ে ট্রান্সফরমার চুরির অভিযোগ দায়ের করেন।
আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান সরকার জানান, বিদ্যুতের ট্রান্সফরমার চোরাই চক্রকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এলাকাবাসির সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী প্রথমবার চুরি হওয়া ট্রান্সফরমার স্থাপন করতে গ্রাহককে নতুন ট্রান্সফরমারের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। এরপর চুরি হলে গ্রাহককে ট্রান্সফরমারের সম্পূর্ণ টাকা দিতে হয়।
হিঙ্গলকান্দি এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক মো. সোহাগ হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এতে গ্রাহক অসন্তোষ বাড়ছে। বাড়ছে আতঙ্ক।
আত্রাই জোনাল অফিসের ডিজিএম মো.কামরুজ্জামান বলেন, বিভিন্ন উদ্যোগ নিয়েও চুরি ঠেকানো যাচ্ছে না। ট্রান্সফরমারের ভেতরে মূল্যবান তামার কয়েলসহ বিভিন্ন সরঞ্জাম থাকে। মূলত দামি কয়েলের কারণেই ট্রান্সফরমার চুরি হয়।