নওগাঁ বিশেষ প্রতিনিধি (মাহবুব আলম রানা) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনমত গঠনে নওগাঁর পৌর ১১ বাজারে ২৫ মে ২০২৫ রবিবার বিকেল ৫:১৫ ঘটিকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাসুদ হাসান তুহিন, সদস্য. নওগাঁ জেলা বিএনপি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন, মো: মকসেদ আলী মন্ডল, সভাপতি নওগাঁ কাঁচা বাজার সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ সদর, উপজেলা শাখা।
এসময় আরো উপস্থিত ছিলেন, নমিনুল হক ছানা সভাপতি সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. কে. এম. ইকবাল, সরকার সাইফুল ইসলাম সাজু সহ নওগাঁ কাঁচা বাজার সমিতির সদস্য বৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠন সম্ভব।
রবিবার বিকেল সোয়া পাঁচটায় নওগাঁ পৌর মৎস্য বাজার চত্বরে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র গঠন সম্ভব।