নওগাঁ বিশেষ প্রতিনিধি (মাহবুব আলম) : নওগাঁয় জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসন উপস্থিত সকলের সামনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়ের ভিডিওচিত্র তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় আলোচনা করেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত মো. নাহিদ হাসান, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী ও রিয়াজুস সালেহীন।
এ সময় বক্তারা বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কেবল সরকার পরিবর্তনের লক্ষ ছিলনা, লক্ষ ছিল বৈষম্যহীন, শোষনমুক্ত, ফ্যাসীবাদীমুক্ত একটি রাষ্ট্র গড়ে তোলার। ভবিষ্যতে আর কখনও যাতে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসীবাদী সরকার এ দেশে তাদের নৈরাজ্য কায়েম করতে না পারে। গুলিবিদ্ধ আহত নাহিদ হাসান আলোচনা সভায় তার সাথে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের বাস্তব ঘটনাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে সদর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা রিজওয়ান এর মাধ্যমে সকল আহত ও শহীদদের উদ্দেশ্যে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে।