প্রেস বিজ্ঞপ্তি : জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ২৬/০৪/২০২২ তারিখ দুপুর অনুমান ১২.৪৫ ঘটিকার সময় কালীগঞ্জ থানাধীন বারোবাজার শাহ হোমিও হল ওষুধের দোকানে কাছে গিয়ে বড় ভাই মোঃ ফজলুর রহমান(৭০) কে ছোট ভাই মোঃ হাফিজুর রহমান (৫৫) ধারালো ছুরি দিয়ে আঘাত করলে বড় ভাই মোঃ ফজলুর রহমান (৭০) মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম যশোর জেলায় অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের মধ্যে আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫), পিতা- মৃত মুজিবর মাষ্টার, সাং-পিরোজপুর, থানা-কালিগঞ্জ, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানায় ২৭/০৪/২০২২ তারিখ আসামির বিরুদ্ধে মামলা রুজু হয়।