অনলাইন ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত স্মার্ট হবে দেশের স্বাস্থ্যসেবা। এতে দেশের স্বাস্থ্যসেবা খাতে যুক্ত হবে ইন্টারনেট সুবিধা। ওই সুবিধা ব্যবহার করে রোগীরা অনলাইনে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ওই কাজ শেষ হলে রোগীরা অনলাইনেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারবেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় সিংড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড আর দেশ পরিচালনার সংবিধান। তিনি দেশকে সোনার বাংলা গড়তে নানামুখী জনবান্ধব পদক্ষেপ নিয়েছিলেন। তারই নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্যসেবা খাতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উন্নয়নের ধারাবাহিকতায় দেশের কমিউনিটি ক্লিনিকগুলো উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আসলে টেলিমেডিসিন বাড়িতে বসেই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা পাবেন দেশের মানুষ।
এসময় পলক আরও বলেন, দেশের স্বাস্থ্য খাত যেকোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো। কেননা, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যসেবা এখন পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামীণ জনপদে। শুধু তাই নয়, গত ১৪ বছরে দেশের যোগাযোগ, অবকাঠামো, কৃষি, শিল্পসহ সব ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে দাবি করে ওই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সবাইকে আহ্বান জানান।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও সিংড়া পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
আয়োজকরা জানান, দিনব্যাপী ওই স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ৩০ জন চিকিৎসক সেবা দেবেন। প্রায় ৩ হাজার রোগী চিকিৎসা ও পরামর্শ পাবেন। সঙ্গে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।