কুমিল্লা বিশেষ প্রতিনিধি (মোছাঃ চন্দ্রা তানি) : কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।
শনিবার সকাল পৌনে ১১ টার দিকে ১৩ দেশের কূটনীতিক ওয়ার সিমেট্রির হলিক্রসের পাদদেশে প্রার্থনা ও ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহতদের স্মরণ করেন বলে জানান বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র বাইবেল পাঠের পর ফাদার ক্যাট্টিক প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। পরে নিহত সেনাদের স্মরণে নিরবতা পালন করেন কূটনীতিকরা। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা সমাধিস্থল ঘুরে দেখেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ার সিমেট্রিতে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, ডেনমার্ক, ইতালি, নরওয়ে, স্পেন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধি এবং বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা।
১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয় ময়নামতি ওয়ার সিমেট্টিতে। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি যুক্তরাষ্ট্রে নিয়ে যান স্বজনরা। ১৩টি দেশের ৭৩৭ যোদ্ধার মধ্যে মুসলিম ধর্মের ১৭২ জন, বৌদ্ধ ধর্মের ২৪, হিন্দু ধর্মের দুইজন এবং বাকিরা খ্রিষ্টান ধর্মাবলম্বী।
প্রতিবছর নভেম্বরে কমনওয়েলথভুক্ত দেশের হাইকমিশনারসহ তাদের প্রতিনিধিরা এই সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নিহতদের স্মরণ করেন।