মানবচিত্র ডেস্ক : দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শুক্রবার (২৯ জুলাই) এক শোকবার্তায় আইজিপি বলেন, ‘জনাব অমিত হাবিব দেশের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিককে হারাল।’
আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার পর তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
এর আগে গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে দেশ রূপান্তরে অফিসে কাজ করা অবস্থায় তিনি স্ট্রোক করেন। এরপর তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হেমোরেজিক স্ট্রোক হয়েছে। তার রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়।