নওগাঁ বিশেষ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। বিকেলে সদর উপজেলার বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভায় এ আহবান জানান এমপি।
তিনি আরও বলেন- আমি ব্যাক্তি রাজনীতি করি না। আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি শুধু রাজনীতি করি দলের জন্য নৌকার জন্য। নৌকাকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি শেখ হাসিনা’র উন্নয়নের চিত্র তুলে ধরতে। মানুষ এখন বুঝতে শিখেছে কিসে ভোট দিলে উন্নয়ন হয়। কিসে ভোট দিলে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এম পি এসময় ইউনিয়নের সকল নেতাকর্মী প্রতি আহবান জানান তারা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সু্যোগ সুবিধা তুলে ধরতে। দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার মন্ডল এর সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বর্ষাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মিন্টু সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।