সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর রহমান) : দেশের গণ্ডি পেরিয়ে এ বছরও ইউরোপের বাজারে যেতে শুরু করেছে সাতক্ষীরার হিমসাগর আম।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের একটি বাগান থেকে এ আম রপ্তানি কার্যক্রম শুরু হয়।
আম রপ্তানি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম, জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ্, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, দেশের বাইরেও সাতক্ষীরা জেলার আমের সুনাম রয়েছে। বিশেষ করে হিমসাগর আমের। ইতিপূর্বে আমরা গাছ থেকে আম ভাঙার জন্য সরকারিভাবে দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছিলাম। জেলাব্যাপী ১৬ মে থেকে হিমসাগর আম ভাঙা শুরু হয়েছে। এ বছর মধ্যপ্রাচ্যের ইরাক ও আরব আমিরাত থেকে আম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পরীক্ষামূলকভাবে গোবিন্দভোগ আম গেছে হংকং। দিন দিন সাতক্ষীরার আমের রপ্তানি বাড়ছে।
তিনি আরও বলেন, সাতক্ষীরার আমের এই সুনাম ধরে রাখতে হবে। কৃষকদের বালাইনাশক প্রাকৃতিকভাবে উৎপাদিত আম বাজারজাত করতে হবে। আমরা চেষ্টা করছি, আন্তর্জাতিক বিভিন্ন দেশে যদি সাতক্ষীরার আম রপ্তানি বাড়ানো যায় তবে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
কৃষি সম্পসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম রপ্তানি শুরু হয়। রপ্তানিকারক প্রতিষ্ঠান ইসলাম এন্টারপ্রাইজ, এনএইচবি কর্পোরেশন, লিএন্টারপ্রাইজ, জিয়েল ইন্টারন্যাশনাল লি. ও এসিআই লজিস্টিক লিমিটেডের মাধ্যমে এ আম রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০২১ সাল পর্যন্ত সাতক্ষীরা থেকে ৯৬.১ মেট্রিকটন আম রপ্তানি হয়েছে। যার বাজারমূল্য ৭০ লাখ ১৮ হাজার ২৫২ টাকা। জার্মানী, ইতালি, ফ্রান্স ও বাহরাইনে এ রপ্তানি করা হয়েছে। রপ্তানিকৃত আমের মধ্যে রয়েছে হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি। এ বছর সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, আজ বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে দুই হাজার কেজি হিমসাগর আম রপ্তানি করা হয়েছে।