অনলাইন ডেস্ক : “রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য ১৪ মে ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরা এর সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃজহুরুল হক, মাননীয় কমিশনার (তদন্ত), দুর্নীতি দমন কমিশন। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আকতার হোসেন, মহাপরিচালক(প্রতিরোধ), দুর্নীতি দমন কমিশন, জনাব আবুল কালাম বাবলা, সহ-সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।