দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে অক্টোবর-২০২৩ মাসিক আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজার রহমানকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম, বিপিএম, মহোদয় সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।
সেই সাথে ফুলবাড়ী থানার সকল সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রকাশ করেন তিনি।
অফিসার ইনচার্জ বলেন সকল সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সফলতা অর্জন হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানা গেছে অক্টোবর মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করায় দিনাজপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন ফুলবাড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজার রহমান।
নির্বাচিত অফিসার ইনচার্জকে জেলা পুলিশ সুপার এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট তুলে দেন দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। পুলিশের কাজ মানুষের সেবা দেওয়া।
তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় জেলায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাশাপাশি অক্টোবর মাসে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফুলবাড়ী থানার চৌকস অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ মঞ্জুর হোসেন। উক্ত অনুষ্ঠানে তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।