বিশেষ প্রতিনিধি(আল আমিন বিন আমজাদ) : উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্ণ ভাবে দিনাজপুুুরে ফুলবাড়ী পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
ফুলবাড়ী পৌরসভার মোট ১০টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ চলছে ভোট গ্রহণ। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারী।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কয়েক স্তরে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। র্যাব, বিজিবির সদস্য ছাড়াও ভ্রম্যমান আদালত পরিচালনার জন্য ৯টি ওয়ার্ডে রয়েছেন ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এছাড়াও রয়েছে ৪ টি মোবাইল কোর্ট। ভোট গ্রহণের পূর্বে ফুলবাড়ী পৌর নির্বাচন একটি মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার।
এছাড়াও নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৯ জন প্রার্থী, ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১০ জন প্রার্থী।
কে হবেন এবারের পৌর মেয়র তা জানতে অধির আগ্রহে অপেক্ষা করছেন ফুলবাড়ী পৌর বাসি। এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদী সাধারণ ভোটাররা।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা ফুলবাড়ী পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, মডেল পৌরসভা গড়তে তাদের মনোনীত যোগ্য প্রার্থীকেই ভোট প্রদান করেছেন এবং করবেন। এবারের নির্বাচনের মাধ্যমে ফুলবাড়ী পৌর বাসির স্বপ্ন বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের।