দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে, ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ২৯ বিজিবির সদর দপ্তরে এক প্রিতিভোজ এর আয়োজন করা হয়। ১ অক্টোবর রবিবার দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে দুপুর ১ টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার লে. কর্ণেল রাশেদ আজগর পিএসসি.জি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ২৯ বিজিবির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর পিএসসি,জি,
বলেন ২৯ বিজিবির গৌরবময় ৪৩ বছর আজ, তাই আজ।
দেশের সেবায় বিজিবি সবসময় সাহসী ভূমিকা রেখে এসেছে। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদুল করিম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান।
এ সময় ফুলবাড়ী ও বিরামপুরের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিজিবির পদস্থ সৈনিকগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদিকগণও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশে ও জাতীর কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।
শেষে ২৯ বিজিবি আমন্ত্রণে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন সকল অতিথিবৃন্দ।
এছাড়াও ২৯ সেপ্টেম্বর ব্যাটেলিয়ানের সদর দপ্তরসহ সীমান্ত ফাঁড়ি সমূহে বিদ্যমান মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া আয়োজন করা হয়।